যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের অনুকূলে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে ২য় কিস্তিতে বরাদ্দকৃত আবর্তক (রাজস্ব) খাতে কটিয়াদী উপজেলা ৩য় ব্যাচ এর জন্য ২০ জন যুবপুরুষ ও যুবনারী গন ১৮ হতে ৩৫ বছর এর নিকট আবেদন প্রত্যাশা করছি। ভোটার আইড কার্ড ও এক কপি ছবি ও মোবাইল নম্বর সহ । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এসে আবেদন করতে পারবেন। কটিয়াদী উপজেলার ১৮ ও ৩৫ বছর এর সকল যুবনারী ও পুরুষ এর নিকট আবেদন প্রত্যাশা করছি। উল্লেখ্য প্রত্যোক আবেদনকরীর গরু বা ডিমপাড়া মুরগীর খামার থাকতে হবে ও প্রশিক্ষণ শেষে বায়োগ্যাস প্লান্ট করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস